
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা, প্রেমিক গ্রেপ্তার
পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা, প্রেমিক গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছে প্রেমিক আবুল হোসেন কালামের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার প্রেমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার হওয়া আবুল হোসেন কামাল কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশ্বরকোল গ্রামের আজিজার রহমান চাকুর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় উত্ত্যক্ত করত আবুল হোসেন কামাল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিক বার বলা হলেও আচরণ সংশোধন করেনি কামাল। পরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আবুল কালাম।
গত বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে প্রেমিক আবুল কালাম ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে নিজ বাড়িতে বাল্যবিয়ের চেষ্টা করে। পরদিন সকালে মেয়েকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে আবুল কালামের বাড়িতে তার অবস্থান নিশ্চিত হয় মেয়ের পরিবার। এরপর মেয়েকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও প্রেমিক কালামের পরিবার তা করতে দেয়নি।
বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে অপহৃত মেয়েকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিতে আবুল কামাল, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত প্রেমিক আবুল হোসেন কামালকে গ্রেপ্তার করে পুলিশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামি আবুল হোসেন কামালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’