
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সংগঠন সংবাদ | সারাদেশ » কুষ্টিয়া জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজয় নিউজ::
কুষ্টিয়া জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের উদ্যোগে প্রতিবাদে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ শে ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভা বিজয়োল্লাস রাত্রে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে প্রতিবাদে সমাবেশে অনুষ্ঠিত হয়। সেই সাথে মোহিনী মিল এর জমি অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ আমজাদ আলী খান। সেই সময় উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংগীত সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক জোট শফিউর রহমান সফি, নীল অমল বিশ্বাস, ট্রেড ইউনিয়ন কেন্দ্র শ্রমিক ফেডারেশন আশরাফুল ইসলাম, হাফিজ সরকার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট । সভায় আরোও বক্তব্য রাখেন রেনিকোল যজ্ঞেশ্বরের সাবেক সিবিএ সভাপতি বাদশা আলমগীর, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী সিবি এ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সাগর। আরোও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান মিন্টু, সহ- ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, মহিলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা সুমিত্রা সাহা, সহ-সম্পাদক হোসনে আরা খাতুন।
সে সময় বক্তারা ৪ দফা দাবি করেন:-
১। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অপরাধে বিশেষ আদালত দ্রুত বিচার দুই মাসের মধ্যে রায় ঘোষণার দাবি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব বাঘা যতীনের ভাস্কর ভাঙার তীব্র প্রতিবাদ জানানো হয়।
২। কুষ্টিয়া চিনিকল বন্ধ করা চলবে না অবিলম্বে কুষ্টিয়া চিনি কল চালু করতে হবে কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে শ্রমিক কর্মচারীদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।
৩। কুষ্টিয়া ঐতিহ্যবাহী মোহিনী মিল আধুনিকরণের মাধ্যমে চালুর দাবি জমি যারা অবৈধভাবে দখল করে বসবাস করছে অবৈধ দখলদার উচ্ছেদ করে মোহিনী মিল এর সম্পত্তি উইল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
৪। রেনউইক যজ্ঞেশ্বরের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাঁচ মাসের বেতন পরিশোধের দাবি সহ উপরোক্ত দাবিসমুহ আগামী ২৩শে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ২৪তারিখে ডিসেম্বর মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ। ২৬ ডিসেম্বর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতীক অনশন। ২৯ ডিসেম্বর থেকে চিনিকল আমরণ কর্মসূচি ঘোষণা সহ কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। অবিলম্বে শিল্প মন্ত্রী মহোদয় কৃষকের কথা ও শ্রমিকের কথা বিবেচনা করে বৃহত্তর চিলি কল্টে চালু রাখার জন্য কুষ্টিয়াবাসীর সর্বস্তরের মানুষের দাবি জানান বক্তারা।