
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ভাস্কর্য ভাঙার ঘটনায় দল থেকে বহিষ্কার যুবলীগ সভাপতি আনিচ
ভাস্কর্য ভাঙার ঘটনায় দল থেকে বহিষ্কার যুবলীগ সভাপতি আনিচ
ইবি থানা(কুষ্টিয়া)প্রতিনিধি:১৯-১২-২০২০ইং
বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচকে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন, ‘যুবলীগ কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। ব্যাপারটি ক্ষতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’