৩৬ রানে অলআউট ভারত
বিজয় নিউজ::
অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ভারত। ফলে প্রথম টেস্টে জিততে হলে অস্ট্রেলিয়ার করতে হবে মাত্র ৯০ রান। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় বিরাট কোহলিরা। দুই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি কোনো ভারতীয় ব্যাটসম্যান।
দলীয় ৩৬ রানের মাথায় প্যাট কামিন্সের শর্ট বল খেলতে গিয়ে চোট পান মোহাম্মদ শামি। ফিজিও মাঠে এসে তার হাতে ব্যথানাশক স্প্রে প্রয়োগ করলেও শামি আর ব্যাটিং করতে পারেন নি। শামি রিটায়ার্ড হার্ট হলে ৩৬ রানেই দ্বিতীয় ইনিংস সমাপ্ত হয় ভারতের। টেস্টে এটি তাদের সর্বনিম্ন স্কোর। মাত্র ৮ রান দিয়ে ৫ টি উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড। আর টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার প্যাট কামিন্স ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিযে যায়। ফলে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত