
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দেশজুড়ে | বক্স্ নিউজ | শিক্ষা সংবাদ | শিরোনাম | সারাদেশ » শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বেড়েছে ১৬ জানুয়ারি পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বেড়েছে ১৬ জানুয়ারি পর্যন্ত
বিজয় নিউজ::
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার এখনো নিয়ন্ত্রণে না আসার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা ছিল। তা ফের বাড়ানো হলো।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় চার কোটি শিক্ষার্থী। এরই মধ্যে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয়নি। এছাড়া বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটোপ্রমোশনের ঘোষণা দেয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারী আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য বিভাগ।
গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে হার কমতে থাকে। তবে নভেম্বরের শুরুর দিক থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন হয়েছে। আর মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে।