
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বিএনএফ এর ৫ দফা কর্মসূচীঃ
বিএনএফ এর ৫ দফা কর্মসূচীঃ
Bijoynews :
১.আল্লাহর প্রতি অবিচল আস্হা ও বিশ্বাস, ধর্মীয় সম্প্রীতি এবং সংবিধান অনুসরণ করা। ২.মাদক,সন্ত্রাস-জঙ্গীবাদ,সর্বগ্রাসী দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠনকরা।
৩.অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় , নদীশাসন ও স্থায়ী বন্যানিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণকরা।
৪.মিশ্র সরকার ও মিশ্রঅর্থনীতি অনুসরণ,সম্পদের সুষমবণ্টন,আমলাতন্ত্রকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
৫.সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা, আভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বাহিনীকে যুগোপযোগী করাই লক্ষ্য।
বিঃদৃঃ- নিজ নিজ এলাকায় গণসংযোগ করার সময় ৫ দফা কর্মসূচির প্রচারপত্র সঙ্গে রাখুন।
বিএনএফ মিডিয়া সেল এর সৈয়দ মাহবুব হাসান আজাদ কতৃক প্রচারিত।