
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগ
ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগ
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ সারাদেশের মানুষ যখন করোনা ভাইরাসের আক্রমনের দিশেহারা হয়ে পরেছে। সেই মূহুর্তে শিক্ষা মন্ত্রনালয় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি দৃষ্টি আকর্ষনের জন্য দেশের পতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মোতাবেক এ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়।
সেই সূত্র ধরেই নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় এ্যাসাইনমেন্ট পরীক্ষা। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে, কোন ছাত্র-ছাত্রী এই এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে আসলে তাদের কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়া যাবে না। অথচ শিক্ষা মন্ত্রনালয়ের সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা নেওয়ার সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেতে ৩০০ টাকা করে নিচ্ছে। যদি কেউ সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাহলে সেই শিক্ষার্থীর কাছ থেকে খাতা জমা নেওয়া হচ্ছে না। এ ব্যপারে বেশকিছু নাম প্রকাশ্যে অনিচ্ছুক অভিভাবকরা বলেন,“বর্তমানে করোনা ভাইরাসের কারনে কাজের সংকট রয়েছে। এবং যার কারনে সংসার চালা বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছেলে-মেয়েদের পরীক্ষার জন্য খাতাপত্র প্রদান করেন। আমরা মনে করেছিলাম বাসায় পরীক্ষা দিয়ে খাতাগুলো স্কুলে জমা হবে। কিন্তু, এখন শুনছি খাতার সঙ্গে ৩০০ টাকা জমা দিতে হবে। এখন পেট চালাবো না স্কুলে টাকা জমা দিব সেই চিন্তায় আছি”। এ ব্যপারে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি পত্রপত্রিকার মাধ্যমে সকলে জানিয়ে দেওয়া হয়েছে যে এই এ্যাসাইনমেন্ট পরীক্ষায় কোন প্রকার টাকা গ্রহন করা যাবে না। কিন্তু, তবুও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপারে অভিযোগ এসেছে। এ ব্যপারে আমরা তদন্ত করে পদক্ষেপ গ্রহন করব”।a