
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সারাদেশ » কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয় নিউজ::
কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি: মেরিনা আক্তার মিনা ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ। ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু। উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।
এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
সভাপতি মহিলা পরিষদ মমতাজ বেগম।
বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন।
উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনছুর মজনু।
বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন।বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এই সময় বক্তারা বলেন,
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৯ মাস ধরে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা সারা দেশে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে। বাংলার মানুষের ওপর যে গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে, তার নজির ইতিহাসে খুব বেশি নেই। কিন্তু সেই ৯ মাসের নৃশংসতা ছাপিয়ে যায়, যখন পরাজয় নিশ্চিত জেনে তালিকা করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।