
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » ডোমারে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা
ডোমারে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী জেলার ডোমার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ডেমার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, শিক্ষিকা নাজিরা আক্তার চৌধুরী ফেরদৌসি, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী প্রমূখ বক্তব্য রাখেন। শেষে পাঁচ জন জয়িতাকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ডোমারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মনোন্নয়নে মতবিনিময় সভা
রুহানা ইসলাম ইভা.ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মনোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন ফর ইম্প্যাক্ট (এফোরআই) প্রকল্প। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাদিয়া সারজিন, স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, সমাজ সেবক আতাউর রহমান, চিলাহাটি সামাজিক নিরিক্ষা কমিটির আহবায়ক আজাদুল হক প্রামানিক উপস্থিত ছিলেন। এ সময় অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম, যুব প্রচেষ্টা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, দাবানল যুব সংগঠনের সভাপতি আজমীরা জাহান দৃষ্টি প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ইলেক্সনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ যুব সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সফলতা ও সমস্যা বিষয়ে পরিকল্পনা গ্রহন করা হয়।