
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | রংপুর | শিরোনাম » পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধের মৃত্যু
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করলেও ঘটনার পর পরেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ সাইকেল করে বাজার থেকে বাড়ি যাচ্ছিলো। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে রাস্তায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কয় শোভা (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু শোভা তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ভ্যান চালক সফিজুল ইসলামের মেয়ে।
জানা যায়, তেঁতুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালে প্ররণ করে চিকিৎসক। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটিকে মৃত ঘোষণা করে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আতাহার সিদ্দিকি। ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাস (ঢাকা-মেট্রো চ ৫১-৪৯০৩) আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।