
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » বনপা মেহেরপুর জেলা কমিটি অনুমোদন
বনপা মেহেরপুর জেলা কমিটি অনুমোদন
Bijoynews :
বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনাপ)’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন মেহেরপুরে সাংগঠনিক সফরে গিয়ে আগামী ২ বছরের জন্য মেহেরপুর জেলা অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বনপা’র জেলা কমিটি অনুমোদন দেন।
মেহেরপুর প্রেসের প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান জনি কে সভাপতি এবং বার্তা মেহেরপুরের সম্পাদক রাশেদ খানকে সাধারণ সম্পাদক করে ১৩ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
এসম উপস্থিত ছিলেন-
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পলেন, সাধারণ সম্পাদক আতিক স্বপন, আমার সময়ের জেলা প্রতিনিধি মোঃ মিজান, বার্তা মেহেরপুরের সম্পাদক রাশেদ খান ,মেহেরপুর প্রেসের প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান জনি, গণমাধ্যমকর্মী মোহাম্মদ সান ,সাঈদ রানা, মুজিবনগর প্রতিনিধি ইউনুস শেখ, সাংবাদিক আতাউর রহমান, কম্পিউটার প্রশিক্ষক এস এম রাসেল, মেহেরপুরের গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান তপু
এবং বিভিন্ন চ্যানেল –
মেহেরপুর প্রেস ,বার্তা মেহেরপুর ,লাইভ নিউজ 24 ,দৈনিক মেহেরপুর ,মেহেরপুর এক্সপ্রেস ,ক্রাইম নিউজ মেহেরপুর, নিউজ মেহেরপুর ,আজকের মেহেরপুর, বৃহত্তর মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা নিউজ।
এসময় শামসুল আলম স্বপন দিকনির্দেশনা দিয়ে বলেন মেহেরপুরে বাংলাদেশের প্রথম সরকার গঠন হয়েছিল-এই জেলা অনেক সম্মানের গৌরবের,
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন মূলত মালিকদের সংগঠন, এই কমিটিতে নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক স্থান পাবে, আমাদের কার্যক্রম এখন বাংলাদেশে ছাড়িয়ে বিভিন্ন দেশে চলমান।
মানুষ এখন অনলাইনে গুরুত্ব বেশি দেয়, এখন পেপার পড়ার জন্য কেউ বসে থাকে না, কারেন্ট নিউজ সঙ্গে সঙ্গে পেয়ে যায়, কারণ দেশে এখন ডিজিটাল, সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন নিউজ মানুষের মন কেড়েছে, আমাদের সংগঠন বর্তমানে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের ৬৪ জেলা ও বিভিন্ন দেশে বনপা এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, যা নিউজ পোর্টালের মালিকদের জন্য একটি আশার আলো।
এই সংগঠন চাই সকলে বস্তুনিষ্ঠ নিউজ করবে।
নির্বাচিত নতুন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন, এই সময় অনলাইনের মাধ্যমে বনপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোকুমুনুর জামান রনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন,
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ত্রসোসিয়েশন (Bonpa)
মেহেরপুর জেলা শাখার কমিটির অনুমোদন ঃ
সভাপতি- মিজানুর রহমান (জনি)
সহ-সভাপতি-রাব্বী আহমেদ
সাধারণ সম্পাদকঃ রাশেদ খান
যুগ্মসাধারণ সম্পাদকঃ মিনারুল ইসলাম
(১)সদস্যঃ নুরুল আশরাফ রাজিব
(২)সদস্যঃ আতাউর রহমান
(৩)সদস্যঃ সোহানুর রহমান
(৪)সদস্যঃএস এম রাসেল
(৫)সদস্যঃআসাদুজ্জামান তপু
(৬)সদস্যঃমোঃসান
(৭)সদস্যঃরাব্বি খান
(৮)সদস্যঃসাজ্জাদ আহামেদ সুরুজ
(৯)সদস্যঃসাঈদ রানা
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ত্রসোসিয়েশন বনপা”সভাপতি শামসুল আলম স্বপন এর নির্দেশে ০২ ডিসেম্বর ২০২০ইং থেকে আগামী ০২(দুই)বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। পরের দিন তিনি সাংবাদিকদের সাথে নিয়ে মুজিব নগর যান । সেখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ন করে জাতির জনক ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ।