
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আজব দুনিয়া | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » ভালোবাসা দিয়ে পোষ মানানো যায় শিয়ালকেও
ভালোবাসা দিয়ে পোষ মানানো যায় শিয়ালকেও
বিজয় নিউজ : কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মিলন। সম্প্রতি তাঁর বাড়ি গিয়ে দেখা যায়, নাম ধরে শিয়ালদের ডাকছেন মিলন। শিয়ালগুলো একে একে এসে মিলনের হাতে থাকা পাউরুটি আর কেক লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। শিয়ালের সঙ্গে মানুষের সখ্য কীভাবে হলো—জানতে চাইলে তিনি বলেন, ২০ বছর ধরে শিয়ালের সঙ্গে তাঁর এই সখ্য। একদিন একটা বাচ্চা শিয়ালের লেজে আঘাত দেখতে পান তিনি। সেই বাচ্চাটার চিকিৎসা করান। এরপর থেকে বাচ্চাটা বাড়ির সামনে প্রায়ই আসত। ধীরে ধীরে বাচ্চা শিয়ালটার সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। আরও কয়েকটি শিয়াল আসা শুরু করল। প্রতি রাতে বাইরে থেকে বাড়ি ফেরার সময় পাউরুটি ও কেক নিয়ে আসেন তিনি। শিয়ালদের খাবার দিয়ে তিনি নিজের ঘরে যান।
মিলন জানালেন, এখন ২৩টি শিয়ালের সঙ্গে তাঁর সখ্য। দিনের বেলায় পরিত্যক্ত কিছু বাড়ি ও জঙ্গলের ভেতর অবস্থান করে শিয়ালগুলো। তাদের সবার নাম দিয়েছেন তিনি। সেরো, কাঞ্চি, আহ্লাদী, রাহাজানি, রঘু, জেরিসা, চিন্টু, ভোলভো, ছুটকি, রঙ্গিলা—এমন সব নাম তাদের।