
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » অনলাইন সাংবাদিকদের সাথে বনপা’র সভাপতির মতবিনিময়
অনলাইন সাংবাদিকদের সাথে বনপা’র সভাপতির মতবিনিময়
Bijoynews : সংযোগ ২৪ ডটকম অফিসে কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাকফা’র প্রতিষ্ঠাতা চেযারম্যান বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শাসুলআলম স্বপন । এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন খো্কসা,কুমারখালী,কুষ্টিয়া সদর, ইবি থানা, মিরপুর,ভেড়ামারা ও দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।