
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » বিশেষ প্রতিবেদন : মেহেরপুরে মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষে গণজোয়ার সৃষ্টি
বিশেষ প্রতিবেদন : মেহেরপুরে মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষে গণজোয়ার সৃষ্টি
শামসুল আলম স্বপন , কুষ্টিয়া থেকে : ০১,১২,২০২০ :
স্বাধীনতার সূর্যোদয়ের জেলা মেহেরপুর । এই জেলার দৃষ্টিনন্দন পৌরসভা সকলের নজর কাড়ে । এই পৌরসভায় নির্বাচন হতে এখনো প্রায় দেড় বছর বাকি । এরপরও মেহেরপুর পৌর সভায় নির্বাচনী আলোচনা সরব হয়ে উঠেছে পৌরবাসী । চলছে চুল চেরা হিসাব নিকাশ। এ ক্ষেত্রে এগিয়ে আছেন মেহেরপুর পৌরসভার উন্নয়নের রূপকার বর্তমান মেয়র বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রীর আস্থাভাজন তরুন নেতা মাহফুজুর রহমান রিটন । পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে পৌর এলাকায় রাস্তা,ড্রেনসহ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। হতদরীদ্র মানুষের জন্য ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। বয়স্ক ভাতাসহ মাতৃকালীন ভাতা প্রদান করা হয়েছে স্বচ্ছতার সাথে। জনগণের প্রত্যাশা নৌকার কান্ডারী হয়ে আবারো নির্বাচন করবেন তাদের প্রিয় মেয়র মাহফুজুর রহমান রিটন । চায়ের দোকান ,খেয়াঘাট, রেলওয়ে ষ্টেশন, হাট বাজারে চলছে মেয়র রিটনের গুনকীর্তন । মেহেরপুর পৌরবাসীর প্রত্যাশা মাহফুজুর রহমান রিটন পুনরায় মেয়র নির্বাচিত হলে মেহেপুর পৌরসভা হবে মডেল পৌরসভা।
মেহেরপুর প্রেস অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিজানুর রহমান জনি বলেন, মাহফুজুর রহমান রিটন এখন মেহেপুরে জনপ্রিয়তা শীর্ষে । তিনি পৌর এলাকায় আওয়ামীলীগের শক্তিশালী ভীত গড়েছেন । যুব সমাজ তাঁর পক্ষে , যে কারণে তার পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। তিনি এলাকাবাসী ও সকল কাউন্সিলরকে সাথে নিয়ে চালিয়ে যাচ্ছেন উন্নয়ন মুলক কাজ। মেয়র মাহফুজুর রহমান রিটন কোভিট ১৯ নভেল করোনা ভাইরাসের সময় ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রীসহ নিরাপত্তা মাক্স পৌছে দিয়েছেন । পাশাপাশি সচেতনা সৃষ্টির জন্য প্রচারনা চালিয়েছেন । তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কারণে তার জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুন। মাহফুজুর রহমান রিটন এক জন সফল মেয়র । তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরছেন মানুষের কাছে। তাই নৌকার কান্ডারী হয়ে তিনি আবারো মানুষের সেবায় আত্মানিয়োগ করুক এটা চায় মেহেরপুর পৌরবাসী ।