
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | বরিশাল | রাজনীতি | শিরোনাম » ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
Bijoynews :
ঝালকাঠির নলছিটির দপদপিয়া থেকে দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়।সোনিয়া জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে নলছিটি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা টেবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে তাকে আটক করে।