
শনিবার, ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » রিয়াজ মালিথা এখন কুষ্টিয়ায় যুব সমাজের আস্থার প্রতীক
রিয়াজ মালিথা এখন কুষ্টিয়ায় যুব সমাজের আস্থার প্রতীক
রবিউল হক খান :
রিয়াজ মালিথাকে জেলা যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চাই যুব সমাজ । তারুণ্যের অহংকার বিশিষ্ট সমাজসেবক গরিবের বন্ধু একজন সফল ব্যবসায়ী ক্লিন ইমেজের নেতা কর্মীবান্ধব যুবক রিয়াজ মালিথা । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া মাটি ও মানুষের উন্নয়নের রূপকার কুষ্টিয়া -৩ আসনের সাংসদ জননেতা মাহাবুব-উল আলম হানিফ এমপি’র উন্নয়নের চিত্র তুলে ধরে সমাজের বিভিন্ন স্তরে ছুটে বেড়াচ্ছেন তিনি হলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ স্বর রিয়াজ মালিথা।
রিয়াজ মালিথার সমাজসেবামুলক কর্মকান্ড শুধু আমলা কিংবা মিরপুরের মধ্যে সীমাবদ্ধ নয় । কুষ্টিয়ার ছয়টি উপজেলায় তার নাম ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছে । কুষ্টিয়াবাসী এবার রিয়াজ মালিথাকে জেলা যুব লীগের সভাপতি হিসেবে দেখতে চায়। ক্লিন ইমেজের এই মানুষটি জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা সম্ভব হবে সেই সাথে জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে সক্ষম হবেন এমন মতামত যুব সমাজের। জনপ্রিয় ছাত্রলীগ নেতা এস,কে চঞ্চল মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে কারামুক্ত করার জন্য রিয়াজ মালিথা যে ভূমিকা রেখেছিলেন তাতে তার জনপ্রিয় এখন তু্ঙ্গে ।তিনি একণ যুব সমাজের আস্থার প্রতীক । মিরপুর বাসীর চায় তিনি সরাসরি রাজনীতিতে এসে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করুক।