
বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » এক সঙ্গে বাঁচার প্রত্যয়ে স্বামীকে কিডনি দিলেন স্ত্রী
এক সঙ্গে বাঁচার প্রত্যয়ে স্বামীকে কিডনি দিলেন স্ত্রী
Bijoynews :
বাঁচলে এক সঙ্গে বাঁচবো, মরলে এক সঙ্গে মরবো এমন প্রত্যয়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন স্ত্রী সেতু খাতুন। ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার প্রত্যন্ত হরিশপুর গ্রামের।
সাড়ে ৩ বছর আগে হরিশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশিদুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার হাতিভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে সেতু খাতুনের।
আনসার সদস্য রাশিদুল ইসলাম ৩ মাস আগে অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরীক্ষার পর তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানান। তারা দ্রুত কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেন।
কিডনি প্রতিস্থাপনের বিপুল অঙ্কের ব্যয় বহন করতে না পারায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে রাশিদুলের পরিবার। এমন এক অনিশ্চিত পরিস্থিতিতে সৌভাগ্যক্রমে রাশিদুলের সঙ্গে তার স্ত্রীর কিডনি মিলে যায়। ভালোবাসার মানুষটিকে বাঁচাতে কিডনি দিতে রাজি হন স্ত্রী সেতু খাতুন।
গত ১২ নভেম্বর রাজধানীর শ্যামলীতে সিকেডি কিডনি হাসপাতালে তাদের অপারেশন করা হয়। ওইদিন বিকেল ৪টায় অপারেশন শুরু হয়ে রাত ৯টায় সফলভাবে শেষ হয়। বর্তমানে স্বামী ও স্ত্রী দুজনই সুস্থ আছেন।
সেতু খাতুন বলেন, পরিবার থেকে আমাকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভালোবাসা আর ২ বছরের ছেলে সন্তানের মুখের দিকে চেয়ে তাকে কিডনি দিয়েছি। তিনি ভবিষ্যতে সুস্থ জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।