
সোমবার, ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ | সম্পাদকীয় | স্পেশাল রির্পোট » আগামী কাল ২১ শে নভেম্বর শনিবার সাকফা’র বিশেষ সভা
আগামী কাল ২১ শে নভেম্বর শনিবার সাকফা’র বিশেষ সভা
প্রেসবিজ্ঞপ্তি :
প্রেসবিজ্ঞপ্তি : গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ( গভ.রেজি.নং-৩৪৫) “ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা’র বিশেষ সভা আগামী ২১ শে নভেম্বর বিকেল ৪টায় কারামাই চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় নিম্ন উল্লেখিত সাংবাদিক বৃন্দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো :
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক জনাব রিয়াজ মালিথা ।
১. জনাব খাদেমুল ইসলাম ( সম্পাদক দৈনিক কুষ্টিয়া বার্তা )
২. জনাব মুজিবুল শেখ ( দৈনিক দর্পণ )
৩. জনাব এ্যাড. রফিকুল ইসলাম সবুজ ( আইন উপদেষ্টা, বিজয় নিউজ )
৪. জনাব গোলাম মওলা ( সম্পাদক দৈনিক রবি বার্তা )
৫. জনাব আব্দুর রাজ্জাক ( জেলা প্রতিনিধি মাই টিভি
৬. জনাব হাসিবুর রহমা্ন রিজু ( সম্পাদক দৈনিক সত্য খবর )
৭. জনাব শেখ নাজমুল হোসেন ( সম্পাদক সংযোগ ২৪ ডটকম )
৮. জনাব শাহ আলম রেজা ( প্রতিনিধি সিএনএন বাংলা টিভি )
৯. .জনাব জীবন মাহমুদ ডাবলু ( ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক স্বর্ণযুগ)
১০. জনাব মুহাম্মদ রেজাউল হোসেন ( ষ্টাফ রিপোর্টার বিজয় নিউজ )
১১. জনাব ডা. কামরুল ইসলাম মনা ( সম্পাদক দৈনিক হালচাল )
১২. জনাব সাইফুল ইসলাম (সাধারণ সম্পাদক,ভেড়ামারা অনলাইন প্র্রেসক্লাব)
১৩. জনাব এনামুল হক ( বিশেষ প্রতিনিধি দৈনিক দেশতথ্য )
১৪. জনাব রাজ্জাক মাহমুদ রাজ ( ইবি প্রতিনিধি বিজয় নিউজ )
১৫. জনাব মনোয়ার হোসেন (কুমারখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি)
১৬. জনাব পুলক কুমার সরকার, (খোকসা অনলাইন প্রেসক্লাবের সভাপতি)
১৭. জনাব খালিদ হাসান রিংকু (দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি )
১৮. জনাব এস কে চঞ্চল (বিশেষ প্রতিনিধি বিজয় নিউজ)
ধন্যবাদান্তে -
শামসুল আলম স্বপন ( ষ্টাফ রিপোর্টার দৈনিক আমাদের সময় )
চেয়ারম্যান
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা’
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯
ডা. রবিউল হক খান ( ষ্টাফ রিপোর্টার দৈনিক বর্তমান কথা )
মহাসচিব
সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা
মোবা: ০১৭১৬৪৯৪২৪১