
সোমবার, ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সিলেট » শেরপুরে পালিয়ে আসা প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক গ্রেফতার
শেরপুরে পালিয়ে আসা প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক গ্রেফতার
Bijoynews : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে বিশ্বনাথ হতে ৫ মাস পূর্বে পালিয়ে আসা এক প্রবাসীর স্ত্রীসহ প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের প্রবাসীর স্ত্রী লাকী বেগম (২৮) ও মৌলভীবাজার সদর থানার শেরপুর গ্রামের সাবু মিয়ার পুত্র সাজু মিয়া (৩০)।
জানা যায়, ২০০৬ সালে বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) এর সঙ্গে বিয়ে হয় লাকী বেগমের। বিয়ের পর তাদের পরিবারে ৩টি সন্তানের জন্ম হয়। জীবনের তাগিদে ২০১৮ সালে স্ত্রী সন্তানদের নিজ বাড়িতে রেখে তিনি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পারি জমান।
এই সুযোগে- মোবাইল ফোনের অপরিচিত নম্বরে দুই সন্তানের জনক সাজু মিয়ার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বাড়িতে ৩ সন্তানকে রেখে স্বামীর দেওয়া ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে চলতি বছরের ২৫ মে প্রবাসীর স্ত্রী লাপাত্তা হয়ে যায়।
খবর পেয়ে সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে আসেন প্রবাসী নজরুল ইসলাম। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় মামলা রেকর্ড করা হয় (মামলা নং-৮)। এতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত সাজু মিয়া ও লাকী বেগমকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।