
শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সিলেট » মৌলভীবাজারে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা
মৌলভীবাজারে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে যতাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে সরকাররি উচ্চ বিদ্যালয় অডিটেরিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৭ নভেম্বর সকালে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট, মৌলভীবাজার এর অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা। স্বাগত বক্তব্য রাখেন- জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। তিনি তার বক্তব্য প্রধান অতিথিসহ সকলকে ৪৯তম জাতীয় সমবায় দিবসের শুভেচ্ছা জানান ও জেলা সমবায় বিভাগের কার্যক্রম তুলে ধরেন। বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,। সববায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- দুর্বার মাল্টিপারপাস কো-অপারেটিভ এর রিংকু চক্রবর্তী, প্রতিক মাল্টিপারপাস কো-অপারেটিভ এর সাইফুর রহমান, জনবন্ধু সমবায় সমিতির দেওয়ান মাসুদুর রহমান, ভূমি উন্নয়ন ব্যাংক এর আছাদ হোসেন, সুরমা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আহসান হাবিব টিপু, মাতৃভূমি মাল্টিপারপাস কো-অপারেটিভ এর জুয়েল আহমদ প্রমুখ।