
সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বিএনএফ কুষ্টিয়া সদর উপজেলা পক্ষ থেকে মিলপাড়ায় নারী ও শিশু নির্যাতনসহ মাদক নির্মুল বিষয়ে আলোচনা
বিএনএফ কুষ্টিয়া সদর উপজেলা পক্ষ থেকে মিলপাড়ায় নারী ও শিশু নির্যাতনসহ মাদক নির্মুল বিষয়ে আলোচনা
মোহাম্মদ রেজাউল হোসেন ,ষ্টাফ রিপোর্টার :
২ নভেম্বর ২০২০ মিলপাড়া ঘরোয়া বৈঠকে নারী ও শিশু নির্যাতন সহ মাদক নির্মুল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশে উঠতি বয়সী ছেলেরা দিন দিন মাদকের পিছনে ঝুঁকে যাচ্ছে তাই নিজ নিজ সন্তানদের ঘরোয়া শাসন সহ বেকার ছেলেদেরকে ঘরে বসিয়ে না রেখে বিভিন্ন কর্মের করার জন্য পরামর্শ দেয়া হয়। ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার প্রশিক্ষণ, রাজমিস্ত্রী, মটর মেকানিক সহ বিভিন্ন বিষয়ে সন্তানদের কর্মমুখী করে তোলার পরামর্শ দেন। সেই সাথে প্রতিটি ওয়ার্ডের মাদক ব্যবসার সাথে জড়িতদের নামের তালিকা আইন প্রয়োগকারীদের অবগত করার পরামর্শ দেয়া হয়। নিজেদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এগুলো খোঁজ খবর নিতে হবে। আজকের যুব সমাজ হলো আগামী দিনের সোনার বাংলার গড়ার হাতিয়ার হবে আর সেই যুব সমাজ যদি মাদকে পিছনে ছুটে ধ্বংস হয়ে যায় তাহলে সেই ব্যর্থতা দায়ভার গার্জিয়ানদেরও রয়েছে।
আলোচনা সভায় প্রধান বিষয় ছিল দেশে নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাস নির্মুল বিষয়ে।
অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনএফ সিনিয়র সহ-সভাপতি মো: মোশারফ হোসেন হুজুর , জেলা বিএনএ ‘র প্রচার সম্পাদক ও স্বর্গযুগ পত্রিকার নির্বাহী সম্পাদক, জীবন মাহমুদ ডাবলু কুষ্টিয়া সদর উপজেলা বিএনএফ’র আহবায়ক ও কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাঃ শাহ আলম রেজা, বিএনএফ সদস্য সাবিনা খাতুন শহর বিএনএফ সভাপতি, পান্না বেগম কুষ্টিয়া পৌরসভার ১০ ওয়ার্ডের সহ-সভাপতি, মনোয়ারা বেগম ১০ ওয়ার্ডের সাধারণত সম্পাদক এছাড়াও ছিলেন বিজয় নিউজ টুয়েন্টি ফোর ডটকমের ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল হোসেন।