
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ধর্ম | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওলামা পরিষদের মানববন্ধন
ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওলামা পরিষদের মানববন্ধন
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ ফ্রান্স কর্তৃক বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির দিশারী প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের চৌমাথা মোড়ে শুক্রবার বাদ জুম্মা সমেবেত বিপুলসংখ্যক ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মুরারীপুর মাদ্রাসার মাহতামিম মাও. সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, সুঁইগ্রাম মাদ্রাসার মাহতামিম মাও. মশিউর রহমান, তারাবিয়াতু সুন্নাহ্ মাদ্রাসার মাহতামিম মাও. নুরুনব্বী, ফকিরহাট মাদ্রাসার মাহতামিম মাও. রফিকুল ইসলাম, খাদ্য গুদাম মসজিদের পেশ ইমাম মাও. তাজুল ইসলাম, উদয়সাগর হাজীপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মাহতামিম মাও. মাহবুব রহমান, মাও. ফরহাদ হোসাইন, মাও. আনাছ, মুফতি মাও. খলিলুর রহমান, মাও.আশরাফ ও মাও. আব্দুল্লাহ প্রমুখ।
সমেবেত বক্তারা তৌহিদী মুসলিম জনতার পক্ষে হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফান্স সরকারের সাথে বাংলাদেশের কুটনৈতিক সহ সকল সম্পর্ক বাতিলসহ তাদের উৎপাদিত পণ্যসমূহ বর্জনের দাবী জানানো হয়। এসময় ইমাম ওলামা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচীর ১০ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়। সমগ্র সমাবেশটির সঞ্চালনায় ছিলেন ঠুটিয়াপাকুর দারুল উলুম ময়নুল হক মাদ্রাসার মাহাতামিম মাও. শাহ আলম।
পলাশবাড়ীতে ৮০পিস ফেনসিডিলসহ
মাহাবুব গ্রেফতার করেছে পুলিশ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে শুক্রবার দুপুরে এক অভিযান চালিয়ে ৮০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাহাবুব রহমানকে (৪৪) গ্র্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মাহাবুব হোসেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। গোপনসূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জের নির্দেশে শুক্রবার দুপুরে এসআই এমএ আজিজের নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ এক আকস্মিক অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মাহাবুবের বসতবাড়ীর শয়ন ঘরে তল্লাশি চালিয়ে লুকায়িত একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৮০পিস ফেনসিডিল উদ্ধারসহ মাহাবুবকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাহাবুবকে শনিবার সকালে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।