
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » রশি দিয়ে পেচাঁনো অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার
রশি দিয়ে পেচাঁনো অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার
ইবি থানা(কুষ্টিয়া) প্রতিনিধি: ২৩,অক্টোবর-২০২০ইং
কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের পশ্চিম পাশে হাত-পা ও গলায় রশি দিয়ে পেচানো অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ইবি থানা এলাকার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে রশিদ সাধুর বাড়ীর পূর্ব পাশে। এক কৃষক ওই এলাকায় আগাছায় স্তপ ঝোপের মধ্যে বিকালে গরুর জন্য খাস কাটতে গেলে লাশটি দেখতে পায়। পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার রাত ৯টায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। লাশের শরীরে একমাত্র লুঙ্গি ছাড়া কোন কাপড় ছিল না । এমকি চিনার কোন উপায় নেই বলে জানা যায়। এই ব্যাপারে ইবি থানা পুলিশ ফেসবুক আইডিতে অজ্ঞাতনামা লাশের সন্ধ্যান চেয়ে অর্ধ গলিত লাশের ছবি সহ পোষ্ট করেছেন।