
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সিলেট » রাজনগরে অফিসার ইনচার্জ আবুল হাসিম এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান
রাজনগরে অফিসার ইনচার্জ আবুল হাসিম এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগরকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় গিয়ে মাদক সেবন রোধ ও মাদক ব্যবসায়ীদের সনাক্তের লক্ষে রাজানগর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। রাজনগর থানার ওসি আবুল হাসিম এর নেতৃত্বে থানা পুলিশের ২০ জন সদস্যের সমন্বয়ে বিকালে রাজনগর বিভিন্ন এলাকার পল্লী-শ্রী চৌ-রস্থার মোড়, করাইয়া বাজার, তারাপাশা বাজার,কামারচাক,মিলের বাজার, চাটুরা কোনাগাাঁও,সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।