
রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | শিরোনাম » ইবি এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইবি এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজ্জাক মাহমুদ রাজ:১১-১০-২০২০ইং
কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রাম জিকে ক্যালেনে পানিতে ডুবে নুরজাহান নামের দুই বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া বাজারে সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতো তার বাবা নুর ইসলাম। মেয়েটি খালার সাথে উজান গ্রাম জিকে ক্যানালের পাশে বাড়িতে সকাল ৯ টার দিকে বেড়াতে যায়। সবার অজান্তে ছোট শিশুটি পার্শ্ববতি জিকে ক্যানালের পানিতে ডুবে যায়। পরে অনেক খোজা খুজির করতে থাকেন বাড়ীর সবাই। খোজা-খুজির এক পর্যায় তার লাশ ভেসে উঠে। এই বিষয়ে মেয়ের খালার বাড়ির আশে পাশের লোকজনের সাথে কথা বললে জানা যায়, মেয়ের খালা মেয়েকে বাড়ির উঠানে বসিয়ে রেখে পাশের জমিতে শাক তুলতে গেলে ছোট মেয়ে হাটি,হাটি করে ক্যানালের পাশে গেলেই পানিতে পড়ে যায় । এই বিষয়ে ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের ৪১ নং বিট পুলিশের দায়িক্তে থাকা আব্দুস সামাদের সাথে কথা হলে তিনি জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছূটে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।