
রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | আইন- আদালত | জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » আবরার হত্যা মামলা: চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ
আবরার হত্যা মামলা: চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ
Bijoynews : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।
আজ রবিবার (১১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন বুয়েটের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাসুম এলাহী।
গত সোমবার (৫ অক্টোবর) এ মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহ জবানবন্দি দেন। পরে ওইদিন ছয় আসামির পক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শেষ করেন। এরপর গত মঙ্গলবার বাকি আসামিদের পক্ষে আইনজীবীরা জেরা করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাক্ষ্য দেন মামলার রেকর্ডিং কর্মকর্তা এসআই সোহরাব হোসেন।
এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। গত ৫ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে।
১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা বরকত উল্লাহ।