
শনিবার, ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রংপুর | রাজনীতি | শিরোনাম » পঞ্চগড়ে প্রেসক্লাবে সাংবাদিককের উপর হামলায় বিচারের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে প্রেসক্লাবে সাংবাদিককের উপর হামলায় বিচারের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় প্রেসক্লাবের কার্যালয়ে নাট্যকার, সাহিত্যিক, শিশু সংগঠক ও সাংবাদিক প্রভাষক রহিম আব্দুর রহিমকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ক্রীড়া ও নাট্য সংগঠন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে লাঞ্চিতর শিকার সাংবাদিক ও নাট্যকার রহিম আব্দুর রহিম বলেন, একটি প্রকাশনার ব্যাপারে গত ৫ অক্টোবর পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলমের সাথে কথা বলার জন্য পঞ্চগড় প্রেসক্লাবে যান তিনি। এসময় সভাপতির অনুপস্থিতে প্রেসক্লাবে প্রবেশ করা মাত্রই অভিযুক্ত শহীদুল তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এবং দরজা বন্ধ করে এলোপাথারি মারধর শুরু করেন। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে ইনসান সাগরেদ নামের এক সাংবাদিক আমাকে আহত অবস্থায় উদ্ধার করে। এদিকে, শহীদুল ইসলাম শহীদের ছোট ভাই সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়ারও হুমকি দেয়। আমি চিকিৎসা শেষে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। আমি এই হামলার দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এসময় মনববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের সদস্য সচিব আবিদুল ইসলাম, যুব উন্নয়ন থিয়েটারের সদস্য সচিব নুরুজ্জামান নিশাত, রেঞ্জার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আবু তালেব, করতোয়া ক্রিকেট একাদশের অধিনায়ক আবু হামিম, পঞ্চগড় ক্রিয়েটিভ এসোসিয়েশনের সদস্য সচিব ইবনে জায়েদ, পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের শিল্পী তানভীর হাসান রাসেল প্রমূখ।