
শনিবার, ৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা
বিজয় নিউজ, কুষ্টিয়া, ৩ অক্টোবর, ২০২০: মাত্র দুই বছর আগে অনেক আন্দোলন সংগ্রাম করে কুষ্টিয়া ভেড়ামারা বার মাইল থেকে ইসলামী বিশ^বিদ্যালয় পর্যন্ত বড় বড় গর্ত আর ছোট ছোট পরিখায় পরিপুর্ণ সড়কটি ভুক্তভোগী মানুষের অনেক আন্দোলন সংগ্রামের ফলে সরকার এই প্রায় শত কোটি টাকা ব্যায়ে কয়েক দফায় ৪৮ কিঃ মিঃ সড়কটি সংস্কার কাজ শেষ করে। কিন্তু দু বছর না যেতেই সড়কটির এমন বিভিন্ন জায়গায় পীচ, ইট-পাথর উঠে বৃষ্টির পানি ক্রমশঃ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি এই সড়কটি ফোর লেনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু সে পর্যন্ত জনসাধারণের দুর্ভোগ থেকে আপাতত সওজের চলমান সংস্কার কাজের মাধ্যমে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হইল।