
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » নিন্দা ও প্রতিবাদ
নিন্দা ও প্রতিবাদ
প্রেসবিজ্ঞপ্তি :
এনআইডি জালিয়াতি করে জমি রেজিষ্ট্রী করা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র সুজিত বাবুর বিরুদ্ধে এক ব্যবসায়ী আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের উৎকোচ আদায়ের ঘটনায় আমরা উদ্বিগ্ন ।
এই ঘুষখোর অফিসারকে দিয়ে এনআইডি জালিয়াতি মামলা তদন্ত করালে সুষ্ঠু বিচার পাবে না ক্ষতিগ্রস্থরা । অবিলম্বে প্রদীপ মার্কা এই ঘুষখোর অফিসারকে বরখাস্ত করা হোক এবং তাকে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক ।
( বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য দৈনিক আন্দোলনের বাজার পত্রিকাকে ধন্যবাদ)
শামসুল আলম স্বপন
সভাপতি
এ্যাড. রফিকুল ইসলাম সবুজ
সাধারন সম্পাদক
দুর্নিতি ,মাদক ও দালাল প্রতিরোধ ফোরাম, কুষ্টিয়া ।