
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | মিডিয়া | রাজনীতি | শিক্ষা সংবাদ | শিরোনাম | সম্পাদকীয় » অভিনন্দন আপনাকে তবে……………………
অভিনন্দন আপনাকে তবে……………………
: শামসুল আলম স্বপন :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য হচ্ছেন প্রফেসর ডঃ শেখ আব্দুস সালাম । আপনাকে স্বাগত ও অভিনন্দন জানাই আমরা ।
আপনি নিশ্চয় জেনেছেন ড. হারুন আর রশীদ আসকারী ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে কোন ভিসি পূর্ণ মেয়াদ পার করতে পারেননি । হয় দুর্নীতি প্রতিরোধ করতে যেয়ে না হয় দুর্নীতে ও নানা অপকর্ম-এ জড়িয়ে বির্তকিত হয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছেন । আমি বিশ্বাস করি এ ইতিহাস আপনি ইতোমধ্যে জেনেছেন । আপনি আসছেন জেনে তেলবাজরা এখন সক্রিয় । ড. আসকারীর সময়ও তেলবাজরা চেষ্টা করেছিল তাকে দিয়ে নানা অপকর্ম করাতে । কিন্তু পারেননি । যে কারণে শেষ বেলায় ড. আসকারীর বিরুদ্ধে তারা অপতৎপরতা চালিয়েছিল । এই তেলবাজরা আপনাকে বোঝাতে চেষ্টা করবে ড, আসকারী স্যার খুব খারাপ মানুষ । আমরা স্যার তাকে দ্বিতীয় বার ভিসি হতে দিইনি । আপনার এখানে আসার পথ আমরাই সুগম করেছি স্যার । আমাদের প্রতি একটু সু-দৃষ্টি দেবেন । আপনি জ্ঞানী মা্নুষ আপনাকে জ্ঞান দেয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেন নি । কিন্তু শুধু এটুকু বলতে চাই আপনি ইবিতে পূর্ণ মেয়াদ পার করার জন্য যাদের সাহার্য সহযোগিতা ও পরামর্শ নেয়া প্রয়োজন মনে করবেন তাদেরকে ডাকবেন। কোন দালাল কিম্বা তেলবাজের খপ্পরে পড়লে আপনি পথ হারাবেন এটায় সত্য।
বিশ্ববিদ্যালয়ে যোগদান করে যদি আপনি ড. আসকারীর আমলের অবকাঠামো উন্নয়ন ও তাঁর অনুশ্রিত নীতি অবলোকন করেন তা হলেই বুঝতে পারবেন কি ভাবে তিনি পূর্ন মেয়াদ অতিক্রম করলেন । আরো বুঝতে পারবেন আপনার কি করা উচিৎ আর কি করা উচিৎ নয়।
সাংবাদিক হিসেবে শুধু এ টুকু বলতে চাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ-এ আপনি যা করবেন তা আপনার কর্তব্য আর যা করবেন না সেটা সাংবাদিকদের নিউজ ।
ধন্যবাদ আপনাকে ।
শামসুল আলম স্বপন
এডিটর
www.bijoynews24.com
ষ্টাফ রিপোর্টার
দৈনিক আমাদের সময়
মোবাইল : ০১৭১৬৯৫৪৯১৯