
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » করোনায় ক্ষতিগ্রস্তদের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা হচ্ছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
করোনায় ক্ষতিগ্রস্তদের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা হচ্ছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
Bijoynerws :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, করোনা মহামারীর কারনে সমাজের অসহায় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার কারনে ক্ষতিগ্রস্ত এ অসহায় জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার বয়ষ্ক ও বিধাব ভাতার আওতা বাড়িয়েছে। অসহায় মানুষকে ক্ষুদ্র ঋণ বিতরনের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে।
তিনি আজ রাজধানীতে একটি হারবাল কোম্পানীর আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে ভেষজ উপকরণের কার্যকারীতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. আলমগীর মতি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির চেয়াম্যান মোঃ হারুন-উর-রশিদ।
প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । ইউনানী ও আয়ুর্বেদীয় পদ্ধতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা পদ্ধতির উন্নয়নে ভেষজ উদ্ভিদ রোপন বাড়াতে হবে। পাশাপাশি এ ধরণের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করতে হবে।