
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » নূর হোসাইনের কবিতা
নূর হোসাইনের কবিতা
` সঠিক সময়ে সঠিক কথা’
ছন্দে দিলেন বলে,
তিনিই তো সত্য কবি
ভয়ে নাহি টলে।
দেশের কথা ভেবে যারা
ফেলে চেখের জল,
বুক ভরা মায়া তাদের
নেই তো মিথ্যে ছল।
আপনি একজন দেশপ্রেমিক
বুঝলাম কবিতা পড়ে,
এমন সন্তান থাকে যেন
বাংলার প্রতি ঘরে।
কবি আপনার কাব্য পড়ে
আমি আত্মহারা,
জানিনা কী দেবো আপনায়
ভালোবাসা ছাড়া।
প্রতিক্ষায় রইলাম
আরো সৃষ্টি দেবেন উপহার,
প্রার্থনা করি এমন কাব্য
লিখেন গো আবার।