
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীর পক্ষে শুনানী করায় সমালোচনার ঝড় : কুষ্টিয়ায় চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীর পক্ষে শুনানী করায় সমালোচনার ঝড় : কুষ্টিয়ায় চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে
বিজয নিউজ , প্রতিবেদক : ২৪.০৯.২০২০ : কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত খাদ্যবান্ধব কর্মসুচীর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসসহ চাল আত্মসাতের সাথে জড়িত আরো ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আসামীরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।
আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ^াস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে আত্মসাত করেন।
এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১৯/০৪/২০২০ ই্ং তারিখে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুন এর আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার সদর থানা পুলিশকে। এ বিষয়ে ০২/০৬/২০২০ তারিখের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. সৌমিত্রা বিশ্বাস এপিপি,সাব ইন্সেপেক্টর আব্দুল জব্বার, এ্যাড. আমিনুর রশীদ লালন, এ্যাড. রাজীব আহসান রাজু, এ্যাড. মুস্তাফিজুর রহমান । আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন,এ্যাড. শরীফ উদ্দিন রিমন, এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা এপিপি, এ্যাড. রাজীব আহসান এপিপি । এদিকে রাষ্ট্রপক্ষের দু’জন আইনজীবী আসামীর পক্ষে মামলা শুনানী করায় সমালোচনার ঝড় উঠেছে কুষ্টিয়া আদালত পাড়ায় । এ ব্যাপারে কুষ্টিয়া বারের সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ দৈনিক আমাদেরে সময় / বিজয় নিউজকে বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীর পক্ষে মামলা পরিচালনা করার কোন একতিয়ার নেই। কেননা তারা রাষ্ট্রের আর্থিক সুবিধা প্রাপ্ত আইনজীবী । তাদের দায়িত্ব রাষ্ট্রের পক্ষে অর্থাৎ বাদীর পক্ষে থাকা । কিন্তু কুষ্টিয়াতে এটা মানা হচ্ছে না যা দু:খ জনক। দুর্নীতি,মাদক ও দালাল প্রতিরোধ ফোরামের সাধারন সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম সবুজ বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীর পক্ষে মামলা পরিচালনা করা অনৈতিক । তাঁরা এটা জানা সত্বেও কেন আসামীর পক্ষ নিলেন তা অজ্ঞাত ।