
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | মিডিয়া | রাজনীতি | শিরোনাম » জনগণ সাবধান ! দু’ধারার সাংবাদিক এখন কুষ্টিয়ায় ……(!)
জনগণ সাবধান ! দু’ধারার সাংবাদিক এখন কুষ্টিয়ায় ……(!)
ইজ্জত আলীর বয়ান ( ৬) :
দু’ধারার সাংবাদিক এখন কুষ্টিয়ায় । এক দিকে ব্যক্তি স্বার্থ-এ ভূয়া শিক্ষাগত সনদধারী বাটপার ও দালাল সাংবাদিক নেতার নেতৃত্বে তেলবাজ ও ফুলবাজ সাংবাদিকরা নেতা - আমলাদের ফুল দিয়া তুষ্ট করিতেছে ভিক্ষুকের মত কিছু নগদ পাইবার আশায়। ভূমিদস্যু জমি জালকারী হাজীদের বিরুদ্ধে কোন সংবাদ তাহারা লেখে না। জনগনের কল্যাণে অন্যায়েরও করে না কোন প্রতিবাদ তাহারা । তাহাদের প্রতি কুষ্টিয়াবাসীর অজস্র ঘৃণা।
অপর দিকে জনস্বার্থ-এ সাংবাদিকতা করিতেছে একদল হুল বাজ সাংবাদিক । যাদের কলমের খোঁচায় ( হুলে ) রাতের ঘুম হারাম হইতেছে ভূমিদস্যু হাজীদের । ভয়ে কাঁপিতেছে ঘুষখোর দুর্নীতিবাজ ও দুর্বৃত্তরা । এ ধারার সাংবাদিকদের স্যালুট দিতেছে কুষ্টিয়াবাসী ।