
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » ডোমারের কুখ্যাত ৪ চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ
ডোমারের কুখ্যাত ৪ চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার আন্তঃজেলার চার কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী শেষে বিকালে জেল কারাগারে তাদের প্রেরন করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর এলাকার কাশের আলীর পুত্র সদু মিয়া (৩৫), উক্ত উপজেলার মৃত-বাচ্চা মিয়ার পুত্র জিয়ারুল (৪২), মহির উদ্দিনের পুত্র মহুবার (৫০) ও মৃত-চালাক মাহমুদের পুত্র শফি (৫৬)।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি সকাল সাড়ে ১০ টার দিকে ডোমার বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠানে কৌশলে চার জন চোর ১ লক্ষ ৪৭ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। তাদের চুরি করার বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পরে। পরবর্তিতে প্রযুক্তি ও সোর্সদের সহযোগিতায় রবিবার ভোরে উক্ত চার চোরদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,“এই চার চোর উক্ত উপজেলার আন্তঃজেলা চোরের সদস্য”।