
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | শিরোনাম » দালাল সাংবাদিক নেতা মানব বন্ধনের আয়োজন করিতেছে না কেন ?
দালাল সাংবাদিক নেতা মানব বন্ধনের আয়োজন করিতেছে না কেন ?
ইজ্জত আলীর বয়ান (৪) :
ছেঁউড়িয়ার আলাউদ্দিন ফকির, এবং হাউজিং এর ভন্ডপীর লোকমান হেকিমের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ায় উভয়ের কাছ হইতে মো্টা অংকের মাল পানি লইয়া তাহাদের বাঁচাইবার জন্য মানব বন্ধনে দাঁড়াইয়া যায় দালাল সাংবাদিক নেতা । শুধু তাহায় নহে ভন্ডপীর লোকমান হেকিমকে দিয়া দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুজ্জামান ছন্দ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ওই হাজী সাংবাদিক ভাতিজা ।
কুষ্টিয়া শহরে কয়েক কোটি টাকার জমি ভুয়া এনআইডি’র মাধ্যমে রেজিষ্ট্র হইবার পর প্রকৃত জমির মালিক মামলা করিলে পুলিশ আসামীদের গ্রেফতার করে। মুহিবুল নামের এক আসামী আদালতে স্বীকারোক্তি দেয় যে, এ ব্যাপারে কোন বিপদ আসিলে তাহা রক্ষা করিবেন জেলা পরিষদের চেয়ারম্যান ভাতিজা । যে কারণে তাহাকে ৩০ লক্ষ ২০ হাজার টাকা ঘুষ প্রদান করা হইয়াছে। এ ঘটনায় কুষ্টিয়াতে তোলপাড় । ক্ষমতাসীন দলের মধ্যে দেখা দিয়াছে বিরুপ প্রতিক্রিয়া। সদর এমপি হুশিয়ারী উচ্চারণ করিয়া বলিয়াছেন জালিয়াতি চক্রের কোন ছাড় দেয়া হইবে না। দলের কেহ জড়িত থাকিলেও তাহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হইবে। যদিও চেয়ারম্যান ভাতিজা জমি জাল চক্রের সহিত জড়িত থাকিবার বিষয়টি অস্বীকার করিয়া বলিয়াছেন তাহার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করিবার জন্য ষড়যন্ত্র করা হইতেছে।
কুষ্টিয়াবাসী জানেন দালাল সাংবাদিক নেতা চেয়ারম্যান ভাতিজা’র আর্শীবাদে নানা অপকর্ম চালাইয়া যাইতেছে । বাটপাড় ওই সাংবাদিক নেতার ভূয়া ল কলেজে চেয়ারম্যান সাহেবকে সভাপতি বানাইয়াছিল । কিন্তু আজ দুর্দীনে তাহার পাশে নাই কেন দালাল সাংবাদিক নেতা এ প্রশ্ন অনেকের । এখনো উদ্যোগ নেয়নি মানব বন্ধন করিবার । লোকে বলিতেছে মাল -পানি হাতে পাইলে দালাল সাংবাদিক নেতা মানব বন্ধনে দাঁড়াই যাইবে । যেমন টাকা পাইলে বেশ্যারা বিছানায় শুইয়া পড়ে (!) ।