
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » অধিক মূল্যে পেয়াজ বিক্রয় করায় লালপুরে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড
অধিক মূল্যে পেয়াজ বিক্রয় করায় লালপুরে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন বাজারে অধিক মূল্যে পিয়াজ বিক্রয় ভ্রাম্যমান আদালত কর্তৃক তিন ব্যবসায়ী কে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২০) লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার উপজেলার আব্দুলপুর ও লালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পেয়াজের পাইকারী ও খুচরা বাজার মনিটরিং কালে ক্রেতাসাধারণের অভিযোগের প্রেক্ষিতে অধিক মূল্যে পেয়াজ বিক্রয় করায় ৩ ব্যাবসায়ীকে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।