
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | নারী ও শিশু নির্যাতন | শিরোনাম » কুষ্টিয়ার মিরপুরে স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মরদেহ সামনে নিয়ে এলাকাবাসীর মানববন্ধন
কুষ্টিয়ার মিরপুরে স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মরদেহ সামনে নিয়ে এলাকাবাসীর মানববন্ধন
১৬/০৯/২০২০
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আজ বুধবার সকালে মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে মিমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এই মানববন্ধন করেন মিমের স্বজনরা ও এলাকাবাসী। এসময় তারা মিমের হত্যাকারী হিসেবে মিমের স্বামী সহ তার শাশুড়ীর ফাঁসির দাবী জানান। ১ ঘন্টা ব্যপী চলা উক্ত মানবন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহন করেন। নিহত মিম মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামের মহিবুল আলম মাস্টারের মেয়ে।
নিহত মিমের মা তাজমা খাতুন জানান, ৪ বছর আগে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত জিন্না মোল্লার ছেলে এজাজ আহম্মেদ বাপ্পী’র সাথে মিমের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবীতে বাপ্পীর মা এবং বাপ্পী মিমের উপর নির্যাতন চালাতো।
গত ২ সেপ্টেম্বর মিমের স্বামী ও শাশুড়ী যৌতুক হিসেবে মোটরসাইকেলের দাবী তুলে মিমকে বেধরক পিটিয়ে আহত করে, কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তী করে রেখে চলে যায় মিমের স্বামী বাপ্পী। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় মিমের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মিমকে খুজে পায়। পরেরদিন তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে নেয়া হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার ভোড় ৪টার সময় মারা যায় মিম। মিমের পরিবারের দাবি এই ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করলেও এখনো মামলা নেয়নি পুলিশ।