
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » আপনাদের আর কত টাকা হইলে জনগণকে মাফ করিয়া দিবেন ?
আপনাদের আর কত টাকা হইলে জনগণকে মাফ করিয়া দিবেন ?
ইজ্জ্বত আলীর বয়ান (৩) :
টাকার অভাবে দেশের উন্নয়ন কাজ স্থবির হইয়া পড়িয়াছে । ব্যাংক গুলো দেয়লিয়াত্বের পথে । মানুষ পিয়াজ কিনিতে যাইয়া অজ্ঞান হইয়া পড়িবার উপক্রম । অভাবের তাড়নায় দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়াছে । করোনা কালে ভাতের অভাবে ঝিনাইদহে আত্মহত্যার ঘটনা ঘটিয়াছে । চারিদিকে শুধু নাই আর নাই । কিন্তু একশ্রেনীর মানুষ আর নেতা,খেতা,এমপি,মন্ত্রী টাকা রাখিবার যায়গা না পাইয়া বিদেশে পাঁচার করিতেছে । বিদেশে বাড়ি গাড়ী ,ইন্ডাষ্ট্রি গড়িয়া তুলিয়াছে ।
দেশের টাকা এখন বিদেশের ব্যাংকে । তাহারা সূরা আর সাকি- জুয়ার পেছনে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা উড়াইতেছে । ধর্ম-এর চাদর গায়ে জড়াইয়া সততার মুখোশ পরিয়া কেহ কেহ আবার জমি জাল করিয়া টাকার পাহাড় তৈরী করিতেছে । আবার কেহ হজরে আসওয়াদে চুম্বন খাইয়াও জালিয়াতি প্রতারণা করিতেছে । কুষ্টিয়ায় জমি জালিয়াতির ঘটনায় রাঘব বোয়ালদের নাম মিডিয়ার মাধ্যমে ছড়াইয়া পড়িয়াছে । তাহাদের বাঁচাইবার জন্য অনেকেই উঠিয়া পড়িয়া লাগিয়াছে ।
ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকা এক কথিত সাংবাদিক নেতার বউয়ের হিসেবে কোটি কোটি টাকার লেন দেনের খবর কুষ্টিয়াতে চাউর হইয়াছে । তাহারা শুধু নতুন টাকার গন্ধ শুকিবার জন্য মরিয়া হইয়া উঠিয়াছে । অথচ টাকার অভাবে মানুষ না খাইয়া দিন কাটাইতেছে। দেশের মানুষ না খাইয়া থাকিলেও তাহাদের কোন সমস্যা নাই ।
কারণ তাহাদের আছে হাজার হাজার কোটি টাকা । দেশের ৫ ভাগ টাকাওয়ালা মানুষের কারণে আজ দেশের ৯৫ ভাগ মানুষের জীবন সংকটাপন্ন। অবৈধ ভাবে টাকা অর্জনকারীদের পায়ের নীচে লক্ষ লক্ষ জনতা। আপনাদের কাছে জানিতে চাই আর কত টাকা হহলে দেশের জনগণকে আপনারা মাফ করিয়া দিবেন ?
মন্ত্রী ইয়াফেস ওসমান যথার্থ বলিয়াছেন “ টাকা কড়ির টানটা বড়,গতিটা তার রকেট, সব মহাজন ভুলেই বসে কাফনের নাই পকেট “ ।