
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | রাজনীতি | শিরোনাম » পেঁয়াজের পাইকারীওখুরচা বাজারদর নিয়ে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পেঁয়াজের পাইকারীওখুরচা বাজারদর নিয়ে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
বিজয় নিউজ, কুষ্টিয়া, ১৫ সেপ্টেম্বর, ২০২০।। কুষ্টিয়া জেলায় পেঁয়াজের পাইকারী খুরচা বাজারদর সম্পর্কিত বিষয়ে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিঁয়াজ ব্যাবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব তৌফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পেঁয়াজের আড়তদারগণ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় পেঁয়াজের পাইকারী ও খুচরা বাজারদর নিয়ে আলোচনা হয় এবং যারা পেঁয়াজ মজুদ করে পেঁয়াজের দাম বৃদ্ধি বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।