
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » এক সংগঠন পাগল সাংবাদিক নেতার নাম বিএম আশিক হাসান
এক সংগঠন পাগল সাংবাদিক নেতার নাম বিএম আশিক হাসান
বিজয় নিউজ : এক সংগঠন পাগল সাংবাদিক নেতার নাম বিএম আশিক হাসান । শুধ নিজে ভালো থাকা নয় সাংবাদিক পেশার সকলকে নিয়ে ভালো থাকার অদ্যম ইচ্ছে তার । সেই ইচ্ছে নিয়েই জাতীয় পর্যায়ের একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে দীর্ঘ দিন ছুটেছেন দেশের বিভিন্ন স্থানে । গড়ে তুলেছেন সেই সংগঠনের শাখা । বিপদগ্রস্থ সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন বন্ধুর মত । ক্ষতিগ্রস্থরা তার সাহায্য সহযোগিতা পেয়ে দারুন খুশি তার উপর কিন্তু সংগঠন মূল্যায়ন করেনি তাকে । সততা-নিষ্ঠা ও কর্মদক্ষতার কোন পুরস্কার জোটেনি তার ভাগ্যে ওই সংগঠনের কাছ থেকে । সংবাদ ও অসহায় সাংবাদিকদের পিছনে ছুটে চলা এই দু:সাহসী সাংবাদিক নেতার অবমূল্যায়ন করে সেই সংগঠনই মুলত পিছিয়ে পড়েছে । তাই তিনি দু:খ করে লিখেছেন - বিড়াল যদি নেতা হয় পেছনের কর্মীর বাঘের গর্জন বেমানান, আর সিংহ যদি নেতা হয় তবে পেছনের কর্মীর গর্জন শোভনীয় ।