
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রাজশাহী | শিরোনাম » বগুড়ায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
বগুড়ায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
ব্যুরো অফিস বগুড়া : বগুড়ার কাহালুতে আরমান হোসেন আন্নার (১৯) নামে এক নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাহালু থানার মুরইল ইউনিয়নের ডুমুর গ্রাম খাঁ পাড়ার একটি পুকুর পাড় থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরমান হোসেন আন্না ডুমুর গ্রামের আজিজার রহমানের ছেলে এবং গাইবান্ধা সরকারি কৃষি কলেজের ১ম বর্ষের ছাত্র।এ ঘটনায় পুলিশ সুজন (২২) ও ওবায়দুর (৩০) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত আরমান ও সুজনকে গ্রামের ওই পুকুর পাড়ে বসে গল্প করতে দেখে নিহতের পরিবারের লোকজন। পরে রাতে আরমান বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা সোমবার ভোর থেকে তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায় ডুমুরগ্রাম খাঁপাড়ায় ইটের দেয়াল ঘেরা পুকুর পাড়ে মাটি খোড়া দেখে সন্দেহ হয়। পরে সেখানে মাটিতে পুতে রাখা আরমানের মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম,জানান শ্বাসরোধ করে আরমানকে হত্যার পর তার মরদেহ মাটিতে পুতে রাখা হয়। তবে কি কারণে আরমানকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে