
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » এ্যাড. রিমনের বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে আরেকটি প্রতারণার মামলা
এ্যাড. রিমনের বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে আরেকটি প্রতারণার মামলা
বিজয় নিউজ : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সদ্য প্রত্যাহারকৃত সভাপতি এ্যাড : শরীফ উদ্দিন রিমনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে মামলা হয়েছে । মামলার ধারা: দন্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ তারিখ : ৩/৯/২০২০ খ্রি: ।
মামলার বাদী ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাসুল আলম আরজিতে উল্লেখ করেন ২০১৫ সালে ওই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার জন্য কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. শরীফ উদ্দিন রিমন তাকে চাকরি দেয়ার কথা বলে ৫ লক্ষ টা কা ঘুষ দাবী করেন। এ্যাড. রিমন টাকা নিয়ে কুষ্টিয়ায় পুনাক রেষ্টুরেন্টে আসতে বললে বাদী ১৭/৭/২০১৫ তারিখ এই মামলার স্বাক্ষি এসএম বিদ্যুৎ ও আ.মালেককে সাথে নিয়ে দুপুরে উপস্থিত হন এবং আসামীকে পুরা ৫ লক্ষ টাকা প্রদান করেন।
২৩/৩/২০১৬ খ্রি: সকালে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাদী পরীক্ষায় অংশ গ্রহন করেন কিন্তু তাকে অধ্যক্ষ পদে নিয়োগ না দিয়ে অন্য একজনকে ওই পদে নিয়োগ দেন। বাদীর ধারনা মোটা অংকের টাকা নিয়ে তাকে নিয়োগ দেয়া হয়েছে । বাদীর নিয়োগ না হলে দুই স্বাক্ষি এ্যাড. শরীফ উদ্দিন রিমনের কাছে টাকা ফেরৎ চায় । তখন আসামী সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় তার নিজ নামীয় একাউন্ট নং ৩৪০০৪৭৫৯ এর ৫ লক্ষ টাকার একটি চেক ২ নং স্বাক্ষিকে প্রদান করেন। কিন্তু উক্ত টাকা উত্তোলন করতে গেলে বাদী জানতে পারেন ওই হিসেবে কোন টাকা নেই । এ কথা এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে জানালে তিনি হুমকি দিয়ে বলেন টাকা চাইলে কলেজ থেকে তোমাকে সাসপেন্ড করে দেব।
্এর কিছু দিন পর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ১০/৮/২০২০ দিন পর এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে গভর্নিং বডির সভাপতির পদ থেকে অব্যহতি প্রদান করেন।
১৪/৮/২০২০ তারিখে বাদী স্বাক্ষিদের সাথে নিয়ে আসামীর গ্রামের বাড়িতে যেয়ে ঘুষের টাকা ফেরৎ চাইলে টাকা না দিয়ে বাদীর জীবন নাশের হুমকি দেন । এ ব্যাপারে এ্যাড. শরীফ উদ্দিন রিমনের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মামলা টি পরিচালনা করছেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুল বারী । এর আগে এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দু’টি মামলা দায়ের করা হয় । মামলা নং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪/২৫/২৯/৩১/৩৫ এবং , দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭০/৪৭১/৩৮৬/৫০৬ ধারা ।
———————————————————————–
কুষ্টিয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দু’টি মামলা দায়ের
বিজয় নিউজ : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সদ্য প্রত্যাহারকৃত সভাপতি অ্যাডভোকেড শরীফ উদ্দিন রিমনের নামে কুষ্টিয়া-১ আসনের এমপি আঃসঃমঃ অ্যাডভোকেড সরোয়ার জাহান বাদশা নামে নিজ ফেসবুক আইডি হতে কুটত্বিক মিথ্যা তথ্য প্রকাশ ও পিএম কলেজের গভর্নিং বডির সভাপতি থাকা কালিন সময়ে অর্থ সংক্রান্ত জালিয়াতি করনে কুষ্টিয়া সিঃ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট কোর্টে দন্ডবিধির ধারা অনুযায়ী নালিশী দরখাস্ত আবেদন করেছেন বাদী উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ আব্দল মান্নান । তাতে দন্ডবিধি ১, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪/২৫/২৯/৩১/৩৫ এবং ২, দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭০/৪৭১/৩৮৬/৫০৬ ধারার বিধান মোতাবেক নালিশী দরখাস্ত প্রদান করা হয়।
সুত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহায় সভাপতির অসহযোগিতাপূর্ণ আচরণে কলেজটির শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা না পাওয়াকে কেন্দ্র করে উঠে আসে সভাপতি শরীফ উদ্দিন রিমনকে নিয়ে নানা অনিয়মের অভিযোগ। বিষয়টি নিয়ে ফোন আলাপের অভিয় রেকর্ড ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে উল্লেখিত কথোপকথন ছিন একজন শিক্ষকের নামে বিকৃত ভাষায় গালিগালাজ করা। ওই কলেজে গত ১০ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন। ঈদের আগে উৎসব ভাতা তোলার জন্য সভাপতির কাছে স্বাক্ষর চাওয়া হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর একটি পাঠানো হয় পিএম কলেজ নামে পরিচিত দৌলতপুরের এই কলেজটির অধ্যক্ষ আব্দুল মান্নান। চিঠিতে একই সঙ্গে সভাপতির অনিয়ম দুর্নীতির উল্লেখ করেন দেন। ওই চিঠিতে সভাপতি কর্তৃক দেড় কোটি টাকা নিয়োগ বাণিজ্যসহ কলেজ কেন্দ্রীক নানা অনৈতিক বাণিজ্যের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া রাজনৈতিক ক্ষমতার দাপটে বিভিন্ন সময়ে কলেজের বিভিন্নজনের সাথে অশালীন আচরণ ও হুমকি ধামকি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছিল অধ্যক্ষ স্বাক্ষরিত ওই চিঠির বর্ণনায়। চিঠিতে স্বাক্ষর সংযুক্তি করা হয়েছে কলেজের ৫৮ জন স্টাফের। তারই ধারাবাহিকতায় গত ১০/০৮/২০২০ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৮২৯৭ নং স্মারকে ভিসির পক্ষে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত পত্রে তাঁকে প্রত্যাহার করে তদস্থলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে । সভাপতি হিসেবে এ্যাড.শরীফ উদ্দিন রিমনের মেয়াদ ছিল ২৬/০৯/২০২ পর্যন্ত । কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের গভর্নিং বডি( সংশোধিত) সংবিধির ২০১৯ এর ৭ ধারা অনুযায়ী ৪৬ দিন মেয়াদ থাকা সত্ত্বে তাঁর পদ থেকে প্রত্যাহার হয়।
এরপর মাননীয় সংসদ সদস্য সরওয়াার জাহান বাদশাহ্’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ তার নিজ ফেসবুক আইডিতে লিখিত অ্যাড শরীফ উদ্দিন রিমন মিথ্যা তথ্য ও কূটত্বিক কথা ছড়িয়ে দেন এমপির নামে। এতে শুরূ হয় প্রতিবাদের ঝড়। এমনকি তিনি গত ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস উপলক্ষে একজন সংসদ সদস্যকে অবমুল্যায়ন করে সাবেক এমপি স্বতন্ত্র পার্টির সাথে গিয়ে শোক দিবস পালন করন। এতেও তিনি সমালচিত হন। তারই ধারাবাহিকতার জের ধরে তাকে নিজ ভুল সুধরানো সময়কে অবমূল্যায়ন করায়। বিলম্ব হলেও ২৮/০৮/২০২০ ইং মঙ্গলবার কুষ্টিয়া সিঃ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার নালিশী দরখাস্ত প্রেয়ন করেন। এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য পিবিআইকে অবগত করানো হয় উক্ত মামলার। সচেনমহল মনে করছে অ্যাড শরীফ উদ্দিন রিমনের মত মানুষ বাংলাদেশ আওয়ামীলীগের মত একটি প্রতিষ্ঠিত দলে থেকে দলের ভাবমূতি ক্ষুণ্য করছে। সেই সাথে দলের লেবাস পরে ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছে তাই করছে। সেই সাথে তারা করছেন অ্যাড শরীফ উদ্দিন রিমনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।