
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা | খেলার খবর | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » উত্তরবঙ্গের স্পোর্টসম্যানখ্যাত লাবু আর নেই
উত্তরবঙ্গের স্পোর্টসম্যানখ্যাত লাবু আর নেই
Bijoynews :
উত্তরবঙ্গের ক্রীড়া জগতে স্পোর্টসম্যানখ্যাত সাইফ উদ্দিন আহমেদ লাবু ক্রীড়ামোদী হাজারো মানুষকে কাঁদিয়ে পাড়ি জমালেন, না ফেরার দেশে। (ইন্না..রাজেউন)।
২৫শে আগস্ট মঙ্গলবার দুপর ১:৪৫ মিনিটে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। পার্বতীপুরের সাবেক এই কৃতি ফুটবলার, ব্রেনস্ট্রোক করলে তাকে ২০ আগস্ট দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট HDU-তে চিকিতসা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস্ এবং কিডনী সমস্যাসহ নানাবিধ অসুস্থতায় ভূগছিলেন। তবে তার পরিবার অভিযোগ করেন সাইফ উদ্দিন লাবু করোনা রোগী ছিলেন না! কিছু ব্যাক্তি ফেইসবুক মাধ্যমে তাকে করোনা রোগি হিসাবে প্রচার করে জনমনে বিভ্রান্ত তৈরী করেছে। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর ।
তিনি পার্বতীপুর ভবানীপুর ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ততকালীন ফুটবল জগতে চীনের প্রাচীরখ্যাত মহির উদ্দিন আহম্মেদ-এর কনিষ্ঠ পুত্র সাইফুদ্দিন আহমেদ লাবু। ৯০-এর দশকে তিনি জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে পুরষ্কৃত হন। এছাড়া ও তিনি ক্রীড়া সংস্থার নিবন্ধিত রেফরী ছিলেন। সেই সাথে তিনি এমকে টেলিভিশনের সংবাদ পাঠক হিসাবে দেশে ও প্রবাসীদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তি জীবনে তিনি এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখারের ছোট মামা। এমকে টেলিভিশন এবং বিজয় নিউজ-এর পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।