
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | বরিশাল | শিরোনাম » পিরোজপুরের কাউখালী থানার ওসির প্রত্যাহার দাবী করলেন নৌকার প্রার্থী
পিরোজপুরের কাউখালী থানার ওসির প্রত্যাহার দাবী করলেন নৌকার প্রার্থী
বিজয় নিউজ: পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন মন্ত্রীর প্রভাব দেখিয়ে কাউখালী উপজেলার ইউপি নির্বাচনে জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ দলীয় সয়নারঘুনাথপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম। বুধবার রাত ৮ টায় পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আ’লীগ প্রার্থী কাজী রফিকুল ইসলাম অভিযোগ করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ আসনের এমপি হওয়ায় জেপির চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মিয়া মনু শুরু থেকে নির্বাচন আচরণ বিধি লংঘন করছেন এবং তার পক্ষে বিভিন্ন সভায় কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বক্তব্য দিচ্ছেন বলেও তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ওসির কাছে কোন অভিযোগ নিয়ে গেলে ওসি জাহাঙ্গির মন্ত্রীর দোহাই দিয়ে থানায় অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি কাউখালীর ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।
এর আগে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী সিদ্দিকুর রহমানও ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জেপি প্রার্থী দেলোয়ার সিকদারের পক্ষে কাজ করার অভিযোগ তুলে ওসি জাহাঙ্গীরের প্রত্যাহার দাবী করেছেন।
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী রাশিদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী রুহিয়া বেগম, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।