
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » “ দুর্নীতি ও দালাল মুক্ত কুষ্টিয়া চাই ” সামাজিক আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেছেন এ্যাড. সবুজ
“ দুর্নীতি ও দালাল মুক্ত কুষ্টিয়া চাই ” সামাজিক আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেছেন এ্যাড. সবুজ
—
বিজয় নিউজ : “ দুর্নীতি ও দালাল মুক্ত কুষ্টিয়া চাই ” সামাজিক আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেছেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ । তিনি বলেন কুষ্টিয়াবাসী দীর্ঘদিন এমন একটি সংগঠনের প্রত্যাশ করছিল । কারণ দালালদের কারণে দুর্নীতিবাজ আমলারা কুষ্টিয়া থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে । দালালরা হয়তো পেয়েছে ছিটে ফোটা । বর্তমানেও দুর্নীতিবাজ আমলারা লুটপাট করছে কুষ্টিয়ার সম্পদ। বালু মহল থেকে সরকার রাজস্ব বঞ্চিত হলেও আমলাদের পকেটে যাচ্ছে বালুর· লক্ষ লক্ষ টাকা। এ অবস্থা চলতে দেয়া যায় না। বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন “ দুর্নীতি ও দালাল মুক্ত কুষ্টিয়া চাই ” যে সামাজিক আন্দোলনের সুচনা করেছেন তা বাস্তবায়নের জন্য আমরা দৃড় প্রতিজ্ঞ । এ আন্দোলন বাস্তবায়নের জন্য আইনি পদক্ষেপসহ সব রকম পদক্ষেপ নেব ইনশাল্লাহ ।