
রবিবার, ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » আনন্দ বিনোদন | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » রুনা লায়লার বাসায় শুটকি খেতে চান কুমার শানু
রুনা লায়লার বাসায় শুটকি খেতে চান কুমার শানু
বিনোদন প্রতিবেদক
৩০ আগস্ট ২০২০ ১৫:১৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৫:৪৪
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। গান-বাজনার সুবাদে ভারতের এই শিল্পী বাংলাদেশে এসেছেন বহুবার। গেয়েছেন অনেকের সঙ্গেই। দেশে আসলে বেশির ভাগ সময়ই উঠেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার বাসায়। করোনার প্রকোপ কমলে আবারও এদেশে আসতে চান কুমার শানু। আর রুনা লায়লার বাসায় গিয়ে খেতে চান তার পছন্দের খাবার শুটকি।
সম্প্রতি ভারতে একটি অনলাইন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই এক ইচ্ছের কথা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় এই শিল্পী।
কুমার শানু বলেন, ‘শুটকি মাছ আমার খুব পছন্দ। শুটকি মাছের ব্যাপারটা আমি ভুলতে পারি না। আমিও তো বাঙাল লোক। বাংলাদেশে আমি যখন যাবো, আমরা বন্ধুরা-ফ্যানরা যারা আছেন। অবশ্য আমি বাংলাদেশে গেলে রুনা লায়লার বাসায় খাওয়া-দাওয়া হয়। উনাকে আমার ভীষণ ভালো লাগে এবং উনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। গড গিফটেড সিঙ্গার যাকে বলে। উনার বাসায় গেলে, উনার পরিবারের সঙ্গে টেবিলে ৫০ রকমের খাবার।’
তিনি আরও বলেন, ‘রুনা লায়লা’জিকে একটা সংবাদ দিতে চাই, রুনা লায়লা’জি পরবর্তীতে আমি যখন যাবো আমাকের যেন শুটকি মাছ খাওয়ানো হয়।’
দীর্ঘ সাক্ষাৎকারে কুমার শানু কথা বলেন তার গান ও সংগীত জীবন নিয়ে। এছাড়াও অনুষ্ঠানে তিনি গেয়ে শোনান তার জনপ্রিয় কয়েকটি গানের লাইন। পাশাপাশি কথা বলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গ নিয়েও।