
বুধবার, ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » পঞ্চগড়ে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় অভিযোগ, জরিমানার ২৫% টাকা পেলেন অভিযোগকারী
পঞ্চগড়ে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় অভিযোগ, জরিমানার ২৫% টাকা পেলেন অভিযোগকারী
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিআরটিসি কাউন্টার এর বিরুদ্ধে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ ও একই সিট দুবার বিক্রির করায় পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করে জরিমানার মোট ২৫ শতাংশ টাকা পেয়েছেন এক অভিযোগকারী।
বুধাবার (১৯ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযোগের প্রেক্ষীতে শুনানী গ্রহন করে এবং ওই প্রতিষ্ঠান দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করে। সাথে জরিমানার টাকা অভিযুক্তের কাছ থেকে বুঝে নিয়ে অভিযোগকারীকে ২৫ শতাংশ টাকা প্রদান করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোদা বিআরটিসি কাউন্টার এর বিরুদ্ধে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায় এবং একই উপজেলার ময়দানদিঘী বিআরটিসি কাউন্টারের বিরুদ্ধে এক সিট দুবার বিক্রির দায়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই জরিমানা আরোপ ও অর্থ আদায় করা হয়। সাথে ওই অভিযোগকারী ওই ব্যক্তিকে ২৫ শতাংশ টাকা প্রদান করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, আমরা মানুষের মাঝে এ বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি। আগামীতে যদি কোন পণ্য, পরিবহন বা কোন দোকানসহ ইত্যাদি স্থানে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টাকা নেয় তবে আমাদের জানান।