
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » পঞ্চগড়ের অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় মেশিন ও বালি জব্দ
পঞ্চগড়ের অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় মেশিন ও বালি জব্দ
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালি উত্তোলনের সময় ড্রেজার মেশিনসহ মালামাল ও উত্তোলন করা বালি জব্দ করেছে প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) বিকেলের পর থেকে রাত পর্যন্ত উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নদী থেকে ওইসব মালামাল জব্দ করে বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোলায়মান আলী ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জে নদীতে সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করছিল ওই এলাকার বাসিন্দা জামাল হোসেন ও একই ইউনিয়নের কোনাবালা পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম। এদিকে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের পর ওই এলাকায় ড্রেজার বিরোধী অভিযান চালালে সেসময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে পাকা রাস্তায় গর্ত করে পাইপের মাধ্যমে বালি সর্বারহ করার সময় অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয় এবং ড্রেজার মেশিনসহ মালামাল ও উত্তোলনকৃত বালি বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের জিম্মায় দেয়।
বোদা উপজেলার নির্বাহী অফিসার সোলেয়মান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের পর বোদা উপজেলায় বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ এলাকায় নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় ড্রেজাট মেশিন ও উত্তোনকৃত বালি জব্দ করা হয়েছে।
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার ৮ হাজার টাকা জরিমানা
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড় জেলা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মীরগর বাজার এলাকায় বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করার অপরাধে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন জানান, আমরা জনস্বার্থে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের বাজার তদারকি অব্যাহত থাকবে।