
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
প্রথম পাতা » আইন- আদালত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিক্ষা সংবাদ | শিরোনাম » কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মরিচা কলেজের সভাপতির পদ থেকে এ্যাড.রিমনকে প্রত্যাহার
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মরিচা কলেজের সভাপতির পদ থেকে এ্যাড.রিমনকে প্রত্যাহার
বিজয় নিউজ : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মরিচা কলেজের সভাপতির পদ থেকে এ্যাড.শরীফ উদ্দিন রিমনকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় । গত ১০/০৮/২০২০ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৮২৯৭ নং স্মারকে ভিসির পক্ষে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত পত্রে তাঁকে প্রত্যাহার করে তদস্থলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে । সভাপতি হিসেবে এ্যাড.শরীফ উদ্দিন রিমনের মেয়াদ ছিল ২৬/০৯/২০২০ খ্রি: পর্যন্ত । কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের গভর্নিং বডি ( সংশোধিত) সংবিধির ২০১৯ এর ৭ ধারা অনুযায়ী ৪৬ দিন মেয়াদ থাকা সত্ত্বে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে এ্যাড.শরীফ উদ্দিন রিমন বিজয় নিউজকে জানান, সভাপতির পদ থেকে তাঁর প্রত্যাহার করার বিষয়টি শুনেছেন কিন্তু এখনো কোন পত্র হাতে পাননি। তিনি আফসোস করে বলেন মহাশত্রু যখন অহেতুক পেছনে লাগে তখন চেয়ার ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন প্রত্যাহার করেছে আবার নতুন নিয়োগও দিতে পারে ।
উল্লেখ্য এ্যাড.শরীফ উদ্দিন রিমন দৌলতপুরের ফিলিপনগর মরিচা কলেজের সভাপতির দায়িত্ব প্রাপ্তির পর থেকেই ওই কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সাথে তাঁর সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। এ্যাড. রিমন অভিযোগ করেন অধ্যক্ষ আব্দুল মান্নান তাঁর স্বাক্ষর জাল করে কলেজ ফান্ড থেকে মোটা অংকের টাকা তুলে আত্মসাৎ করেছে । হিসাব চাইলে তিনি হিসেব দিতে চান না।
অপর দিকে আব্দুল মান্নান বলেন, কলেজের বেতন ভাতা তোলার জন্য সভাপতির স্বাক্ষর নিতে গেলে স্বাক্ষরতো করেন না আরো বকাঝকা করেন। তিনি বলেন গত ঈদুল আযহার ৫০ জন শিক্ষক -কর্মচারির জন্য সরকারি অনুদান ( উৎসব ভাতা) ঊঠানোর জন্য তাঁর সই নিতে গেলে আমাকে হুমকি -ধামকি প্রদান করে । উৎসব ভাতা উঠাতে না পেরে সকলের ঈদের আনন্দ মাটি হয়ে যায় । যে কারণে আমি গত ২/৮/২০২০ তারিখে পিএমসি ১৫/২০ স্মারকে কলেজের প্রকৃত অবস্থা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি পত্র দিই ।
দুর্ভাগ্য জনক হলো তিনি সাংবাদিক নাজমুলসহ আমার বিরুদ্ধে তার অনুগত লোক দিয়ে মিথ্যা,ভীত্তিহীন হয়রানী মুলক মামলা করিয়েছেন।এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করবো।